Home রোগ বালাই আগাম ধ্বসা (Early Blight)

আগাম ধ্বসা (Early Blight)

by green1

রোগ চেনার উপায় : বয়স্ক পাতায় রোগের লক্ষণ প্রথম দেখা যায় । আক্রান্ত পাতার উপর কাল বা বাদামী রংয়ের বৃত্তাকার দাগ পড়ে । 

করনীয়ঃ পরিমান মত সার দিয়ে জমি প্রস্তুত করতে হবে । রোগ সহনশীল জাত চাষ করতে হবে । একই জমিতে বারবার একই ফসল চাষ করা যাবেনা । নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে ।

You may also like

Leave a Comment