বিটল পোকা

by green1

পোকা চেনার উপায়লাল অথবা কালো রঙের পোকা চারা গাছের পাতায় ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এ পোকা ফুল ও কচি ফলেও আক্রমণ করে।

করনীয়ঃ ডাল পুঁতে পাখি বসার জায়গা করে দিতে হবে। ক্ষেতের আগাছা পরিস্কার রাখতে হবে । নিয়মিত জমি পরিদর্শন করতে হবে ।

You may also like

Leave a Comment