পোকা চেনার উপায়ঃ পোকা বাদামী রঙের এবং আকারে খুবই ছোট। এই পোকার কীড়া রাতের বেলা গাছের কচি পাতায় গর্ত খুঁড়ে আঁকা-বাঁকা দাগের সৃষ্টি করে । আক্রান্ত পাতা কুঁকড়ে যায় ।
করনীয়ঃ আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়িয়ে দিতে হবে । ক্ষেতের আগাছা পরিস্কার রাখতে হবে । নিয়মিত জমি পরিদর্শন করতে হবে ।
স্প্রেঃ কারটাপ অথবা সাইপারমেথ্রিন অথবা এসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক সন্ধ্যার পূর্বে স্প্রে করতে হবে ।