থ্রিপস পোকা

by green1

পোকা চেনার উপায়নরম, কালো পোকা। মাথার উকুনের মত। বাচ্চা অনুরূপ, সাদাটে। কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে। ফুল ও কচি ফলে আক্রমণের কারণে ফলে দাগ হয়।

করনীয়ঃ ক্ষেতের আগাছা পরিস্কার রাখতে হবে । নিয়মিত জমি পরিদর্শন করতে হবে । আঠালো ফাদ ব্যাবহার করা যেতে পারে ।

You may also like

Leave a Comment