পোকা চেনার উপায়ঃক্ষুদ্র সবুজ পোকা। এদের দেহ লম্বা। রং বাদামী সবুজ বর্ণের হয়ে থাকে। এরা পাতার নিচের পৃষ্ঠে থাকে।
করনীয়ঃ আক্রান্ত পাতা, ডগা, ফুল পোকাসহ সংগ্রহ করে ধ্বংস করা। শুকনা ছাই ছিটিয়ে প্রাথমিক অবস্থায় এদের নিয়ন্ত্রণ করা যায়। ক্ষেতের আগাছা সব সময় পরিস্কার রাখুন । অতিরিক্ত সার প্রয়োগ এবং সেচ দেয়া থেকে বিরত থাকুন ।
স্প্রেঃ ডায়মেথোয়েট ৪০ ইসি +ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক সন্ধ্যার পূর্বে স্প্রে করতে হবে।