রোগ চেনার উপায় :এ রোগে চারার কান্ডের মাটি বরাবর কাল দাগপড়ে এবং কুচকিয়ে যায় । অবশেষে আক্রান্ত চারা শুকিয়ে মারা যায় ।
করনীয়ঃ বীজ শোধন করে বপন করতে হবে । গাছের গোঁড়া বেশি সময় ধরে যাতে স্যাঁতসেঁতে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে । বছরে একবার ডলো চুন দ্বারা জমি শোধন করে নিতে হবে ।
স্প্রেঃ ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক সন্ধ্যার পূর্বে স্প্রে করতে হবে ।